বাংলাদেশের ক্রিকেটে এখন কোন ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়! নিশ্চিতভাবেই তার নাম মুস্তাফিজুর রহমান। একজন সুপারস্টার হওয়ার জন্য যা যা প্রয়োজন, সব ধরনের উপাদানই রয়েছে তার মধ্যে এবং সবচেয়ে প্রচলিত যে কথা, সেটি হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে পরবর্তী সবচেয়ে বড় নামটি হতে যাচ্ছে মুস্তাফিজ। যেই তার সম্পর্কে আলোচনা করতে যাক, সবাই’ই কোন না কোন বিশেষণ যোগ করেন তার সাথে। মাশরাফি বিন মর্তুজা হলেন তাদের মধ্যে একজন।প্রথম থেকেই খুব কাছ থেকে মুস্তাফিজকে দেখে আসছেন মাশরাফি। এ কারণেই সম্ভবত অন্য যে কারও চাইতে মুস্তাফিজের নামে সবচেয়ে বেশি প্রশংসা ঝরে মাশরাফির কন্ঠ থেকেই। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে লেখা এক কলামে মুস্তাফিজ সম্পর্কে নিজের একটি স্বপ্নের কথা জানান মাশরাফি। মাশরাফির বিশ্বাস, আগামী ১০ থেকে ১৫ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সামর্থ্য রয়েছে মু্স্তাফিজের। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে নিজেকে যেমন বিশ্বের অন্যতম সেরা একটি স্থানে নিয়ে যেতে পারবেন তিনি, তেমনি বাংলাদেশকেও নিয়ে যাবেন অনেক উপরে।মাশরাফি লেখেন, ‘সে এমন ধরনের একজন বোলার, যার নামের পাশে ৪০০ থেকে ৫০০ উইকেট লেখা কোন ব্যাপারই না। মুস্তাফিজকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখি। যদি সে ফিট থাকতে পারে এবং নাম, যশ-খ্যাতির মোহে পড়ে অন্যদিকে চলে না যায়, তাহলে তার পক্ষে কিংবদন্তী হওয়া কোন ব্যাপারই না।’মাশরাফি আরও লিখেন, ‘তার বয়স তো মাত্র ২০ বছর। মাত্রই ক্যারিয়ার শুরু করেছে। তার সামনে অনেক কিছু খেলার সুযোগ আসবে। বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগব্যশ লিগ কিংবা কাউন্টি ক্রিকেট। কারণ, সব জায়গায় তার চাহিদা প্রচুর। তবে, আমার মনে হয়, তাকে অবশ্যই এখান থেকে বাছাই করতে হবে, কোনটায় খেলবে আর কোনটায় খেলবে না। যদি আপনি ১৫ বছর দেশকে সার্ভিস দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে। নয়তো হতে হবে ব্যর্থ।’মুস্তাফিজের ইনজুরি নিয়ে চিন্তিত মাশরাফি। তিনি লেখেন, ‘তার ইনজুরি নিয়ে সতর্ক হওয়া উচিৎ। পেস বোলারদের জন্য নিজেকে ফিট রাখা, ইনজুরিমুক্ত রাখা খুবই কঠিন। মুস্তাফিজের দিকেই তাকিয়ে দেখুন! মাত্র তো এক বছর খেলল। তার মধ্যেই দু’বার ইনজুরিতে পড়েছে। এই একটি জায়গায় তাকে নিয়ে দুঃশ্চিন্তা হয়। যদি বাংলাদেশ মুস্তাফিজুরের কাছ থেকে সেরাটা আদায় করতে না পারে, তাকে সর্বোচ্চ যত্ন না করে, তাহলে এটা হবে একটা ট্র্যাজেডি। তবে, সে বাংলাদেশের জন্য খেলে যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ সাফল্যও এনে দিয়েছে।’মুস্তাফিজুরের মত একজন প্রতিভাকে আবিস্কার করে তাকে সামনে নিয়ে আসার জন্য একই সঙ্গে মাশরাফি ধন্যবাদ জানান কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও। তিনি লেখেন, ‘অবশ্যই কৃতিত্ব দেয়া উচিৎ হাথুরুসিংহকে। কারণ, তিনিই মুস্তাফিজকে আবিস্কার করেছেন। একদিন চন্ডিকা আমাদের ডেকে বললেন, তিনি এমন একজন ছেলেকে দেখেছেন যার হাতে কাটার রয়েছে। যে কিনা ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাকে এনে পরীক্ষা করা প্রয়োজন। শুনে আমরা সিনিয়র ক্রিকেটাররা একমত হলাম। এরপর তো বাকি সব ইতিহাস। যদি চন্ডিকা তার প্রতিভা বের করে না আনতেন, তাহলে নিশ্চিতভাবেই এখনও পর্যন্ত নেট বোলার হয়েই থাকতো মুস্তাফিজ।’আইএইচএস/এমএস
Advertisement