আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে বেলজিয়ামকে রুখে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেও বেলজিয়ামকে জেতাতে পারেননি ইউরি তিলিমানস।
Advertisement
গতকাল মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে ইংল্যান্ড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অভিষিক্ত ফুটবলার ইভান টনি।
এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ফের এগিয়ে দেন তিলিমানস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণ কিছু আক্রমণ করে ইংল্যান্ড। বল নিয়ে গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি বেলিংহাম ও ফিল ফোডেন। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বেলজিয়ামের রক্ষণভাগ।
Advertisement
অবশেষে ইনজুরি সময়ে বেলজিয়াম শক্ত রক্ষণ ভেঙে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৫) গোল করেন তিনি।
এর আগে গত শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ১-০ গোলে হারে ইংল্যান্ড। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ১৭ বছর বয়সী কিশোর এনড্রিক।
এমএইচ/এএসএম
Advertisement