সাহিত্য

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

শুভ স্বাধীনতা দিবস

১৯৭১, বাংলাদেশ,তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়ারূপসা থেকে জকিগঞ্জসাতচল্লিশ থেকে তুমিঅন্যায়ের শিকার, অবহেলিত, নিষ্পেষিত।

Advertisement

আমরা তোমার জন্য যুদ্ধ করেছিআমরা সুন্দরের জন্য যুদ্ধ করেছিআমরা ভালো থাকার জন্য যুদ্ধ করেছি।

২৬ মার্চ ১৯৭২, বাংলাদেশতোমার প্রথম জন্মদিনতুমি দুর্দান্ত— শুভ স্বাধীনতা দিবস।

স্বাধীনতা

আমার চোখ শুধু বিছানো-জাল দ্যাখে।কিছু একটা বললেই বলো,আমার ঠোঁট খুবই বিষাক্তঅপ্রয়োজনীয় কথা বলে শুধু!

Advertisement

কেন বলে জানো না?— তোমার কাছে যা অপ্রয়োজনীয়আমার কাছে তা খুবই দামি!

আমার ঠোঁট নিয়ে নাওতবুও, আমার স্বাধীনতাটুকু দাও।

কিছু বসন্ত দাও

এখন বসন্তগুলো শুধুই তোমার।তোমার মুখে বৃষ্টিরা খেলা করেনক্ষত্রগুলো শুধু তোমাকেই চায়।

আমার কিছু বসন্ত দাওতোমারগুলো তোমার কাছেই থাক।

Advertisement

সমস্ত পাহাড় নদী সাগর পেরিয়েআসুক বসন্ত—শুধু বলি, তুমি বাধা হয়ো না। কেএসকে/জিকেএস