চাঁদপুর শহরের পুরান বাজারে একটি মিলে হলুদ ও মরিচের সঙ্গে ইঁদুরের মল পাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সোমবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ তদারকি অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে নিম্নমানের হলুদ-মরিচ ও ভুট্টার গুঁড়া মেশানো, হলুদ ও মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।
Advertisement
শরীফুল ইসলাম/এসআর