প্রাণ-ফ্রুটো ও মানি ট্রান্সফার মানিগ্রাম-এর সহযোগিতায় ইতালিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। আগামী ২৩ এপ্রিল (শনিবার) থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত।বর্ষবরণকে ঘিরে ইতোমধ্যে রোম শহর পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে। বাংলা ১৪২৩ সাল বরণ করতে একের পর এক বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। এই ধারাবাহিকতায় রোমের সেন্তোশেল্লে মাঠে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী এই বৈশাখী মেলা।এ বৈশাখী মেলায় বিনোদনের অংশ হিসেবে প্রতিদিন থাকছে দেশ বিদেশের শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।ইতালিতে প্রতি বছরই বাংলাদেশি প্রবাসীরা এ মেলার আয়োজন করে থাকেন। মেলায় সকল প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন বৈশাখ উদযাপন পরিষদ ১৪২৩।আরএস/এমএস
Advertisement