প্রবাস

ইতালিতে আইপিএর উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশি মেসবাহ

আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন (আইপিএ) ভেনেতো শাখার উদ্যোগে পুলিশ এবং আইন অপারেটরদের ১৬তম উচ্চতর প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এই কোর্সে আইপিএর একমাত্র বাংলাদেশি সদস্য হিসাবে যোগদান করেন প্রবাসী সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল। শুক্রবার (২২ মার্চ) ভেরোনার ফ্রাকাসটেরোর হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কোর্সে স্বাগত বক্তব্য দেন, সান বনিফাসিও পৌরসভার স্থানীয় পুলিশ বাহিনীর কমান্ডার ড.কার্লো ভিনসেঞ্জো।

এ সময় বক্তব্য দেন, সান বনিফাসিওর মেয়র অধ্যাপক প্রোভোলি জামপাওলো, স্থানীয় স্বাস্থ্য বিভাগের ডিজি ড. জিরাল্ডি পিয়েত্রো, আইপিএর ভেনেতো বিভাগীয় প্রতিনিধি দলের সভাপতি ড. ডিয়েগো ট্রোলেস ও সহ-সভাপতি মডারেটর লংজেগা ক্লাউডিও।

গতি নিয়ন্ত্রণ এবং ঘণ্টায় ৩০ কিলোমিটার জোনের নতুন নির্দেশাবলী ও বৈদ্যুতিক গতিশীলতা এবং প্রতিবন্ধীদের জন্য ডিভাইসের আরসিএ কভারেজের ওপর বিশেষ আলোচনা করেন ভেরোনা মিউনিসিপাল পুলিশ কমান্ডার ড. লুইজি ও গামবেটোলা মিউনিসিপাল পুলিশ কমান্ডার ড. মাউরিসিও।

Advertisement

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন স্থানীয় সান বনিফাসিও মিউনিসিপালিটি, ভেনেতো স্বাস্থ্য বিভাগ ও অ্যাসোসিয়েশন অব সাপোর্টার্স অব ফ্রেন্ডস অব দ্য ট্রাফিক পুলিশ।

এমআরএম/জেআইএম