জাতীয়

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়েছে।

Advertisement

শনিবার (২৩ মার্চ) জেনেভার ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথমদিন অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। এসময় আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যাকসন ভাষণ দেন।

সভায় ষষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার অব দ্যা পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নোমিনেশন দেওয়া হয়। এছাড়া এজেন্ডাভিত্তিক সব সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত আলোচনার পর ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নে তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।

Advertisement

এ সভায় আইপিইউর প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাশিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সদস্য শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

আইএইচআর/এমএএইচ/জেআইএম