দেশজুড়ে

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ৩ কারখানার জরিমানা

ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগে তিনটি সেমাই তৈরি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

Advertisement

শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে ভোলার লালমোহনের নাঙ্গলখালী ও নবীনগর এলাকার ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, ভোলার লালমোহনের নাঙ্গলখালীর মিনা ফুড প্রোডাক্টস, নবীনগরের শেখ আলী ফুড প্রোডাক্টস ও রিফাত ফুড প্রোডাক্টস। এরমধ্যে মিনা ফুডকে দুই হাজার, শেখ আলী ফুডকে আট হাজার ও রিফাত ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ওই তিন প্রতিষ্ঠানের মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এনআইবি/জেআইএম