আন্তর্জাতিক

জুমার নামাজ পড়তে আল-আকসায় প্রবেশে বাধা ইসরায়েলের

জুমার নামাজ পড়তে আল-আকসায় প্রবেশে বাধা ইসরায়েলের

জুমার নামাজ পড়তে আল-আকসা মসজিদে প্রবেশে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২২ মার্চ) ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুসলমানদের পবিত্রস্থান আল-আকসার কালান্দিয়া, জেইতুন ও বেথলেহেম চেকপয়েন্টে সামরিক তৎপড়তা জোরদার করেছে ইসরায়েল।

আরও পড়ুন>

রাশিয়ার হামলায় ১০ লাখের বেশি ইউক্রেনীয় বিদ্যুৎহীন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সঙ্গে প্রতারণার নতুন ফাঁদ

আল-আকসায় প্রবেশের অনুমোদন তাদের কাছে নেই দাবি করে শত শত মুসলিমদের ফিরিয়ে দেয় ইসরায়েলের সেনাবাহিনী।

Advertisement

মসজিদের চারপাশে শত শত সেনা মোতায়েন করে রাখা হয়েছে। রমজান মাসেও আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার বাহিনী।

এদিকে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে বড় হামলা করেছে রাশিয়া। এতে ইউক্রেনের ১০ লাখের বেশি ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শুক্রবার (২২ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাশিয়ার হামলায় পূর্ব খারকিভ অঞ্চলের প্রায় সাত লাখ, দক্ষিণ ওডেসা ও দক্ষিণ-পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে কমপক্ষে দুই লাখ ও কেন্দ্রীয় পোলতাভা অঞ্চলে আরও এক লাখ ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম