দলে ছিলেন না দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকেসহ দলের আরও কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোকে ছাড়াই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এ নিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো পর্তুগাল।
Advertisement
আগের ১০ ম্যাচ জিতে ২০২৪ সালের ইউরো আসরের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। গতকাল বৃহস্পতিবারও জয়রথ বজায় রাখলো পর্তুগিজরা।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। দলের হয়ে গোল করেন রাফায়েল লিও, ম্যাথিউস নুনস ও ব্রুনো ফার্নান্দেজ।
এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতে (৫৭ মিনিট) গোল করেন পর্তুগালের ব্রুমা। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০। পরে ৫৮ মিনিটে একটি গোল করে ব্যবধান ৪-১ করে সুইডেন।
Advertisement
এরপর আবার গোল করে ব্যবধান (৫-১) বাড়ায় পর্তুগাল তারকা গনচেলো। ম্যাচের মূল সময়ের শেষ মিনিটে গোল করে ব্যবধান ৫-২ করে সুইডেন।
এমএইচ/জিকেএস