আগের ম্যাচেই মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুধু সাদা কালোদের হারানোই নয়, প্রথম ৩ ম্যাচ টানা জিতে আবাহনী আর প্রাইম ব্যাংকের সঙ্গে ৩ রাউন্ড শেষে পয়েন্টে সমান ছিল গাজী গ্রুপ।
Advertisement
কিন্তু আজ বৃহস্পতিবার গাজী গ্রুপের সে জয়রথ থেমে গেছে। মাশরাফি বিন মর্তুজার বিধ্বংসী স্পেলে লন্ডভন্ড হয়ে গেছে গাজী গ্রুপের ব্যাটিং লাইন আপ। মাশরাফি ৮ ওভারে ১৯ রানে ৫ উইকেট দখল করলে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।
মাত্র ৪ উইকেট খুঁইয়ে ২২ ওভার আগেই সে রান টপকে ৬ উইকেটের দারুণ জয়ে মাঠ ছাড়ে মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জ। সমান ৪ ম্যাচে গাজী গ্রুপের প্রথম পরাজয়ের বিপরীতে লিজেন্ডস অব রুপগঞ্জ চার ম্যাচের চারটিতেই জিতলো।
সংক্ষিপ্ত স্কোর:
Advertisement
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.৪ ওভারে ১৩৬/১০ (আনিসুল ইসলাম ইমন ৪১, মেহেদি মারুফ ১৮ , প্রীতম কুমার ১৪, আল আমিন জুনিয়র ১৭, মাসুম খান ১১; মাশরাফি ৫/১৯, হালিম ২/২৪)।
লিজেন্ডস অব রুপগঞ্জ: ২৮ ওভারে ১৩৭/৪ ( ইমরানউজ্জামান ১৫, তৌফিক খান তুষার ৩৬, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪৭*, বিপ্লব ১২*, শামিম পাটোয়ারি ২৬*; শেখ পারভেজ জীবন ৩/১৭, রুয়েল মিয়া ১/৩৭)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মর্তুজা (লিজেন্ডস অব রুপগঞ্জ)।
Advertisement
এআরবি/এমএইচ/জেআইএম