কৃষি ও প্রকৃতি

গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেন সোবহান

যশোরের ঝিকরগাছায় বস্তায় আদা চাষে মো. আব্দুস সোবহান লাভবান হয়েছেন। কম জায়গায়, কম সময়ে ভ্রাম্যমাণভাবে এ চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। এ পদ্ধতিতে আদা চাষে কৃষকের নানা সহযোগিতাও করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Advertisement

উপজেলার বেজিয়াতলা গ্রামে মো. আব্দুস সোবহানের বাড়ি সংলগ্ন পুকুর। পুকুরের চারপাশে নানা ফলদ গাছে ভরা। এসব গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেন তিনি। এ পদ্ধতিতে আদা চাষে গাছতলায় দ্বিগুণ ফলন হয়েছে।

কৃষক আব্দুস সোবহান বলেন, ‘গত বছর মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে ৩০০টি বস্তায় লাগাই। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা উঠাই। আড়াই মণ আদা পেয়েছি। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা।’

আরও পড়ুন

Advertisement

বস্তায় আদা চাষেও সফল হওয়া যায় রামগড়ে সূর্যমুখী চাষে ২০ কৃষকের সফলতা

তিনি বলেন, ‘ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে। সমস্ত আদা রেখে দিয়েছি বীজ করতে। আগামীতে বেশি করে চাষ করবো। বুঝে-শুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা আছে। এ চাষে জমি লাগে না, খরচও কম।’

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আব্দুস সোবহানকে সার দেওয়া হয়। অন্য কৃষকের মাঝে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন সমৃদ্ধ হবে।’

মো. জামাল হোসেন/এসইউ/এএসএম

Advertisement