দেশজুড়ে

জামালপুরের কাউন্সিলরের হাত-পা বাঁধা মরদেহ মিললো কুমিল্লায়

জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল মো, মমিনের (৪৮) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২০) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মমিন মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতপরিচয় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে যায়।

মমিন ভারতীয় হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে শুক্রবার (১৫ মার্চ) তিনি বাড়ি থেকে কক্সবাজারের চকরিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন বলে জানা গেছে।

নিহত কাউন্সিলের ছেলে ফজলে রাব্বি বলেন, শুক্রবার ব্যাংকের মাধ্যমে বাবা আমার কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় তিনি আমাকে ফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে করে মেলান্দহের উদ্দেশ্যে হলুদ নিয়ে রওয়ানা দিচ্ছেন। এরপর থেকে বাবার ফোনটি বন্ধ পাওয়া যায়।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

Advertisement