কৃষি ও প্রকৃতি

ধানের ব্লাস্ট রোগ দমনে জরুরি সতর্কবার্তা

ব্লাস্ট রোগ দমনে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

Advertisement

এতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে ধারণা করা হচ্ছে, ধান গাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে পাতা ব্লাস্ট এবং সেই সংঙ্গে স্থানভেদে আগাম রোপণকৃত জমিতে নেক ব্লাস্ট রোগ ব্যাপক আকারে দেখা দিতে পারে।

এ রোগের আক্রমণ থেকে ফসল রক্ষায় ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার অথবা দিফা অথবা জিল (৫০ গ্রাম ওষুধ ৬৪ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ৩৩ শতাংশ জমিতে) ৭-১০ দিন ব্যবধানে বিকেলে দুইবার স্প্রে করতে হবে।

আর যাদের জমির ধানে এখনো শীষ বের হয়নি বা কিছু দিনের মধ্যে শীষ বের হবে, তাদের জমিতে ধানের শীষ বের হওয়ার সময় নেক ব্লাস্ট রোগ হোক বা না হোক একই নিয়মে বিকেলে ৭-১০ দিন ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে।

Advertisement

মনে রাখতে হবে, নেক ব্লাস্ট রোগ একবার হয়ে গেলে আর দমন করা সম্ভব নয়। ঝড়-বৃষ্টির কারণে এ বছর ব্লাস্ট রোগ ব্যাপক ছড়ানোর সম্ভাবনা আছে। বৃষ্টির অবস্থা বুঝে স্প্রে করতে হবে, যেন স্প্রের পরপরই ওষুধ পানিতে ধুয়ে না যায়।

এনএইচ/বিএ/জিকেএস