ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরার ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ঝড় তুলতে চাইলেও ১৪ বলে ১৯ রানেই থামতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
Advertisement
তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব সিটি ক্লাবকে হারিয়েছে ৪০ রানে। ইকোনমি আর উইকেটশিকারের হিসেবে সাকিবই দলের সেরা বোলার।
বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টির কারণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সিটি ক্লাবের ম্যাচটি কমিয়ে ৩৪ ওভার করা হয়েছিল। ৫ উইকেটে ২১৮ রান তোলে শেখ জামাল।
৭৯ রানে ৪ উইকেট হারানো জামাল বড় সংগ্রহ পেয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহান আর ইয়াসির আলী রাব্বির ব্যাটে চড়ে। সোহান ৬০ বলে ৮ চার আর এক ছক্কায় খেলেন ৭২ রানের হার না মানা ইনিংস।
Advertisement
ইয়াসির রাব্বি আরও বিধ্বংসী ছিলেন। ৫৭ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
জবাবে ৯ উইকেটে ১৭৮ রানেই থামে সিটি ক্লাবের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে উইকেটরক্ষক শাহরিয়ার কমল। ওপেনার সাদিকুর রহমানের ব্যাট থেকে আসে ৩৫।
সাকিব ৭ ওভার বল করে ৫.৫৭ ইকোনমিতে ৩৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৬ ওভারে ৩৭ রানে ৩ উইকেট শিকার পেসার রিপন মণ্ডলের।
এমএমআর/এমএস
Advertisement