খেলাধুলা

রেফারির অবহেলার শিকার ভিনিসিয়ুস: অভিযোগ রিয়ালের

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপার স্টার ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই বর্ণবাদী আচরণের শিকার হন। স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলতে গেলেই বর্ণবাদের শিকার হন তিনি। এ নিয়ে তোলপাড় স্পেন এবং ব্রাজিল ফুটবলাঙ্গন জুড়ে।

Advertisement

তবে, শুধুমাত্র দর্শকদের বর্ণবাদের শিকার হন ভিনিসিয়ুস এমন নয়। রিয়াল মাদ্রিদ অভিযোগ তুলেছে, ভিনিসিয়ুসকে যখন বর্ণবাদী আচরণের লক্ষ্যবস্তু বানানো হয়, তখন মাঠের রেফারিরা নির্লিপ্ত থাকেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে দেয়া এক লিখিত অভিযোগে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, রেফারির অবহেলার শিকার হওয়ার বিষয়ে।

সর্বশেষ ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৪-২ ব্যবধানে জয়ী ম্যাচেও বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস। রিয়ালের অভিযোগ, এই ম্যাচে রেফারির অবহেলার কারণেই এমন ঘটনা ঘটার সুযোগ পেয়েছে।

এল সাদারে গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরা ঘুরে যায় একদল দর্শকের দিকে। যেখানে বর্ণবাদীরা বলতে থাকে, ‘ভিনিসিয়ুস তুমি মর!’ ওই সময়ই রিয়ালের আরেক ফুটবলার দানি কার্ভাহল এ নিয়ে রেফারি হুয়ান মার্টিনেজ মুনুয়েরার সঙ্গে কথা বলেন।

Advertisement

ওই ম্যাচে দুই গোল করেন ভিনিসিয়ুস। ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করার পর দর্শকদের দিকে ফিরে কানের ওপর হাত রেখে গোল উদযাপন করেন তিনি।

ম্যাচের পর রেফারির রিপোর্টে মার্টিনেজ মুনুয়েরা খুবই সাদামাটাভাবে লিখে দিয়েছেন। তার রিপোর্টে মাঠের এসব ঘটনার কোনো কিছুই উল্লেখ করা হয়নি।

রিয়াল মাদ্রিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘একের পর এক আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি খুবই সিরিয়াস এ ধরনের অপমানের ঘটনা ঘটেছে। এল সাদরে রিয়াল মাদ্রিদের ম্যাচের সময়ও বর্ণবাদের শিকার হয়েছিলো সে।’

‘আমাদের ক্লাব রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি হুয়ান মার্টিনেজ মুনুয়েরার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। বিশেষ করে, রেফারি রিপোর্টে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণ নিয়ে কোনো কিছু না থাকায় এবং বিষয়টা নিয়ে অবহেলা করার কারণে আমরা এ অভিযোগ জানিয়েছি। রেফারি ইচ্ছা করেই ভিনিসিয়ুস জুনিয়েরর প্রতি বারবার বাজে ভাষায় করা অপমানের বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।’

Advertisement

আইএইচএস/