নাভির একটু নিচেএক ভদ্রলোক তাঁর বন্ধুর চার বছর বয়সী ছেলেকে জিজ্ঞাসা করছেন-ভদ্রলোক : বাবা তুমি কি পড়ো?ছেলে : হাফপ্যান্ট পরি।ভদ্রলোক : না, মানে কোথায় পড়ো?ছেলে : কেন আঙ্কেল, নাভির একটু নিচে।****আমার সাথে দৌড় দিনদূর থেকে এক লোক দেখলো ছোট্ট জনি লাফাচ্ছে। একটু কাছে এসে দেখলো আসলে ছোট্ট জনি কলিং বেল চাপতে চেষ্টা করছে কিন্তু কলিং বেলের নাগাল পাচ্ছে না। সে ভাবলো, আহারে ছোট্ট ছেলেটা কতো কষ্ট করছে, একটু সাহায্য করি। লোকটি ছোট্ট জনিকে বললো, ‘আমি কি বেলটা চেপে দেবো?’জনি বললো, ‘আচ্ছা দিন।’যেই লোকটি বেল চাপলো তখন ছোট্ট জনি বললো, ‘কাজ শেষ। এইবার আমার সাথে দৌড় দিন!’****গাড়িওয়ালা কি মারা গেছেএক কবুতর একটু নিচু হয়ে উড়ছিলো। হঠাৎ এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। এক লোক ওটাকে নিয়ে গিয়ে খাঁচায় রাখলো। যখন কবুতরের জ্ঞান ফিরল, তখন সে খাঁচার ভিতর নিজেকে দেখে বললো, ‘হায় আল্লাহ! আমি জেলে! গাড়িওয়ালা কি মারা গেছে নাকি!’****চায়ে চিনি কম হয়েছেনবদম্পতির বাচ্চা হয়েছে। ফুটফুটে বাচ্চা। কিন্তু একটাই দোষ। বাচ্চা কোনো কথা বলে না। বারো বছর পর খাওয়ার টেবিলে- ছেলে : আমাকে একটু চিনি দাও। মা : কী ব্যাপার, তুমি এতোদিন কোনো কথা বলোনি কেন?ছেলে : এতোদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আজ চায়ে চিনি কম হয়েছে।এসইউ/আরআইপি
Advertisement