সাহিত্য

কাঙ্ক্ষিত আশ্রয় এবং অন্যান্য কবিতা

কাঙ্ক্ষিত আশ্রয়

আমি উপকূলরেখা ধরে হাঁটছিলাম তুমি উচ্চভূমি ধরে চারিদিকে ধারালো ফলা হতাশা, অসহায়, ভয়, বিকট দুর্গন্ধদিকহারা হয়েই আনমনেএকসঙ্গে নিচে নেমেছি স্বর্গের অপেক্ষায়।

Advertisement

দুই হাত—চার হাত—আট হাত...অসংখ্য হাতের বন্ধনে দীর্ঘ ভ্রমণপথ তুমি আমি মিলে সঙ্গে ওরা—‘আমরা’ হই স্বর্গের বাসিন্দা।

ফাঁকহীন দুর্ভেদ্য দেওয়ালের ঘরই কাঙ্ক্ষিত আশ্রয়।

****

Advertisement

সবুজপাতা ও ঝরাপাতা

বসন্তের বাতাসে অনেক পাতার ওড়ার সাধঅনিবার খায়েশ—উড়বে তারা উড়বেইতারা জানে না, যারা ওড়ে তারা হয় ঝরাপাতা।সবুজ পাতারা থাকে গাছে, উপরেতারাও ওড়ে ওড়ে, তবে কাণ্ডের সঙ্গে স্পর্শ রেখেই।

সবুজের হাতছানি আর হলুদের হাতছানির মধ্যে বিস্তর ফারাক—আকাশ-পাতাল ব্যবধানমিলও আছেদুটোই ওড়ে সানন্দে—মুক্তবাতাসে।

****

শিকার

সৈকতে হাঁটছি। মিষ্টি বাতাসে স্বর্গের গন্ধ।ঘ্রাণ শুকে শুকে আনন্দের অভিযানেঅনেকের মধ্যে আমি একজন।

Advertisement

বুক খুলে সাগরের বাতাসেঅনিমেষ, উন্মাতাল আমরাবিস্তীর্ণ আকাশের নিচে, উদার সাগরের পরশেচোখ বুজে স্বর্গের পথ খুঁজছি।হঠাৎ ঈগলের মতো ঝাঁপিয়ে পড়লে আমার ওপর।

ক্ষমা কী করতে পারবো? আমি যে মানুষতুমি যে ঈগল! তুমি আমার আত্মাকে পাঠিয়ে দিলে ঠিকই ওপারে।

এসইউ/জিকেএস