আইন-আদালত

অবমাননাকর মন্তব্য: দুই আইনজীবীর বিষয়ে আদেশ পেছালো

বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করে, এমন বক্তব্য দেওয়ায় দুই আইনজীবীর বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিল আজ। তবে শুনানি ও আদেশের জন্য পিছিয়ে আগামী ২১ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

Advertisement

অভিযুক্ত দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল।

মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আদালত বর্জনের ডাক দিয়ে প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত চিঠিতে বিচার বিভাগ, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরার অভিযোগে ওই দুই আইনজীবীকে তলব করেছিলেন আদালত।

Advertisement

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে ৪ সপ্তাহ মামলা করতে পারবেন না দুই আইনজীবী দুই আইনজীবীর বিষয়ে আপিল বিভাগের আদেশ ১৮ মার্চ

বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তারা আপিল বিভাগে গত ২৫ ফেব্রয়ারি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এরপর পরবর্তী আদেশের জন্য আজ (১৮ মার্চ) দিন ধার্য করেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ বিষয়টি নিয়ে শুনানি ও আদেশ হওয়ার কথা রয়েছে।

এফএইচ/এমএইচআর/জেআইএম

Advertisement