দেশজুড়ে

আদালত ভবনের চারতলা থেকে লাফ দিলেন আসামি

সিলেটে আদালত ভবনের চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক আসামি। গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সোমবার (১৮ মার্চ) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আহত আসামির নাম শাকিল আহমদ। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার নোয়াগ্রামের আব্দুর রউফের ছেলে। একটি হত্যাচেষ্টা মামলায় সিলেট কারাগারে আছেন শাকিল।

আদালত সূত্র জানায়, সকালে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হাজির করা হয়। শুনানি শেষে বেরিয়ে আসার পথে চারতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে প্রথমে দোতলায় পড়েন। পরে সেখান থেকে একেবারে নিচে পড়ে যান।

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর আলম জানান, ২০২৩ সালের ২১ আগস্ট প্রেমে রাজি না হওয়ায় একই গ্রামের এক স্কুলছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন শাকিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। এ মামলায় কারাগারে থাকা শাকিলকে সোমবার আদালতে হাজির করা হয়। পরে এ ঘটনা ঘটে। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এ বিষয়ে সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক এনামুল মনোয়ার জানান, আসামিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এটা আত্মহত্যাচেষ্টা কি না তা বলা যাবে না। কারণ আসামি মানসিকভাবে অসুস্থ।

আহমেদ জামিল/এসআর/এএসএম

Advertisement