দলে সুযোগ পেয়ে সফলতা দেখিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। এরপর সফলতার দেখা পেয়েছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ পেসারের তোপের পর এবার দাপট দেখাচ্ছেন স্পিনাররাও। টানা দুই ওভারে দুই উইকেট শিকার করেছেন মিরাজ।
Advertisement
৩১তম ওভারের শেষ বলে দুনিথ ওয়াল্লালাগেকে ফেরান মিরাজ। ডানহাতি অফস্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেট অঞ্চলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ওয়াল্লাগে।
নিজের পরের ওভারের প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বোল্ড করে দেন মিরাজ। তার জোড়া শিকারে বিধ্বস্ত শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিট। ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছে লঙ্কানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩৭ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ১৬০ রান। জেনিথ লিয়ানাগে ৪৬ ও মাহিশ থিকসানা আছেন ১১ রানে অপরাজিত।
Advertisement
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
টস জিতে ব্যাট করতে নেমে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের সেনসেশনাল পেসার তাসকিন। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে পরাস্ত করে তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন।
ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।
দ্রুত ২ ওপেনারকে হারিয়ে ফেলার পর দায়িত্ব নিয়ে ব্যাট করার চেষ্টা করছিলেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তাদেরকে সেই কাজটি করতে দিলেন না এক ম্যাচ পর দলে ফেরা পেসার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের গুড লেন্থের বল সামারাবিক্রমার ব্যাটের ভেতরের সাইডে লেগে মুশফিকের গ্লাভসে জমা হয়। ১৫ বলে ১৪ রান করেন ফেরত যান লঙ্কান টপঅর্ডার।
Advertisement
এমএইচ/জিকেএস