সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে একশ’ জনের নাম উল্লেখ অজ্ঞাত ৮শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে এ মামলা করেন।সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত ৪১ জনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, কুমিল্লার সদর উপজেলার মোগলটুলী গ্রামে ওসি মোস্তাফিজুর রহমানের লাশ দাফন করা হয়েছে। সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া কুমিল্লায় মোস্তাফিজুর রহমানের জানাযায় অংশ গ্রহন করেছেন।পুলিশ জানায়, সকাল ১১টার দিকে শশুরের গ্রামের বাড়িতে ও দুপুর ২টার দিকে কুমিল্লা শহরের শাহ সোজা মসজিদে মোস্তাফিজুর রহমানের জানাযা অনুষ্ঠিত হয়।এ সময় কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, স্থানীয় পুলিশ সুপার, পুলিশের উধ্বর্তন কর্মকর্তা, আওয়ামীলীগ, জাতীয়পার্টিসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশ গ্রহন করেন। এর আগে সিলেট পুলিশ লাইনস মাঠে প্রথম দফা ও ওসমানীনগর থানা প্রাঙ্গনে দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়।
Advertisement