দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত এর পরিচর্যা প্রয়োজন। আর না হলেই বাড়বে বিপদ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, দাঁতের স্বাস্থ্যের সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ এমনকি, ক্যানসারেরও যোগ আছে।
Advertisement
গবেষণা বলছে, প্রতিবছর লাখ লাখ মানুষ মুখের ক্যানসারেও আক্রান্ত হন। এই ক্যানসারের মূল কারণই হলো তামাক খাওয়ার অভ্যাস ও দাঁতের প্রতি অযত্ন ও অবহেলা।
ওরাল হেল্থ অবসারভেটারির একটি সমীক্ষা অনুযায়ী, শুধু ৪৫ শতাংশ ভারতীয় দিনে দুবার করে দাঁত মাজেন। যেখানে চিন, কলম্বিয়া, ইতালি ও জাপানের মতো দেশে ৭৮-৮৩ শতাংশ মানুষ দুবেলা নিয়ম করে ব্রাশ করেন।
এই সমীক্ষায় আরও ধরা পড়েছে, যাদের মধ্যে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা অনেক বেশি তাদের দাঁতে বেশি ক্ষতি হয়। দাঁতের ক্যাভিটি থেকেই আলসার, শরীরে ভিটামিন বি’র ঘাটতি, আয়রনের ঘাটতির মতো সমস্যাও হয়।
Advertisement
আরও পড়ুন
অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে শরীরে যা ঘটে গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার ১০ উপায়দাঁতের যত্ন নেবেন কীভাবে?
প্রতিদিন দুবার দু’মিনিট ধরে দাঁত ব্রাশ করুন। সকালে ঘুম থেকে ওঠার পরে ও রাতে খাবার খাওয়ার ৩০ মিনিট পরে। অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করতে হবে। তিন মাস পর পর ব্রাশ পরিবর্তন করা উচিত।
পাশাপাশি নয়, উপর-নীচে ব্রাশ করতে হবে। যে কোনো খাবার খাওয়ার পরে ভালো করে পানি দিয়ে কুলকুচি করতে হবে। কুলকুচি করার সময়ে আঙুল দিয়ে মাড়ি ম্যাসাজ করতে হবে।
Advertisement
খুব মিষ্টিজাতীয় বা আঠালো খাবার বা পানীয় এড়িয়ে চলতে হবে। বেশি করে জল পান করতে হবে। লেবু ও পেয়ারা জাতীয় ফল বেশি করে খাওয়া উচিত। কারও মুখে বেশি ধারালো দাঁত থাকলে, তা ঘষে ঠিক করে নিতে হবে।
সূত্র: আমেরিকান একাডেমি ফর ওরাল সিস্টেমিক হেলথ
জেএমএস/জেআইএম