সাহিত্য

রোদ বদল এবং অন্যান্য কবিতা

রোদ বদল

Advertisement

রোদের কাছে দিন বদলের গান শিখে,ছেলেটা অন্তর্গত বেদনা ভুলতে চায়।তারপর,তোমার কাছে দুঃখের ঝাপি খোলে!আদতে,বেদনা এবং তোমার থেকে তার মুক্তি নাই।সেটা অবশ্য কে কবে পেয়েছে বলো?

****

অচিকিৎস্য

Advertisement

তুমি আছোনিশ্চিত জানিতুমি খুব করে আছো!হাজার ব্যস্ততায়আমাকে ভাবোজানি।ঝলমল আনন্দ আলোয়মনের কোণে তোমারউঁকি দিই আনমনেতাও জানি।প্রিয় হাত ধরে হাঁটার কালেকখনো ভুল হয় তোমারএকি কবি, নাকি সে?নিশ্চিত জানি!

তবুও,আমার একলা একা লাগেএ এক অচিকিৎস্য রোগতাও জানি।

আসলেই,আমার মতলব ভালো না!নিজেকে সুরক্ষিত রাখো মেয়ে।

****

Advertisement

ফেলে আসা

সাঁঝবেলাটা ফেলে এসেছিগাঁয়ের বাঁশঝাড়ে, ফসলের ক্ষেতে!সাঁঝবেলাটা ফেলে এসেছিকোমল ধানের শীষে বৃষ্টি গোধূলিতে!এক জীবনের সবটুকু পাওয়া না পাওয়া দিয়ে দিলেওআর যায় না ফেরা সেখানে।

তোমাকেও ফেলে এসেছিসময়ের অসহযোগিতায়!এই জীবন আগামী জীবন!কখনোই পাওয়া হয় না তোমাকে!

সময়ের নিষ্ঠুর অভিশাপ দিয়েছে শুধু,বিবর্ণ আক্ষেপ!

****

সাফল্যবাদী পৃথিবী

বেজে বেজে থেমে যায় কার টেলিফোনকে কোথায় অপেক্ষায় সকাল দুপুর!মাঝরাতের চাঁদের আলোয় ফালাফালা হয় কে?অপেক্ষার ঢেউ গুনে শূন্য পড়ে থাকে কোন নদীতীরনিভে গেলে রঙিন আলোঝাণ্ডা হাতে বসে থাকে কেমিছিলের শেষ মানুষ

কাকে ফিরিয়ে দাও অবজ্ঞায়জল যেমন সরে যায় ভাটার টানে!জেনো, শূন্যতার আগুন পোড়ায় না তাকে।সাফল্যবাদী পৃথিবীতে ব্যর্থতার চর্চায়পুড়ে পুড়ে কেউ খাঁটি হয় কেবল!

এসইউ/জেআইএম