আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে গণতন্ত্র সম্মেলন

দক্ষিণ কোরিয়ায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে গণতন্ত্র সম্মেলন। এতে যোগ দিতে এরই মধ্যে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন। সম্মেলন শেষে তিনি এশিয়ার আরও একটি দেশ সফর করবেন।

Advertisement

সম্মেলনে যোগ দিতে সোমবার (১৭ মার্চ) দক্ষিণ কোরিয়ার সিউলে পৌঁছান তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের উদ্যোক্তা।

আরও পড়ুন>

গাজায় ইসরায়েলি আগ্রাসনে থামছে না লাশের সারি আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

সিউলে পৌঁছানোর আগে ব্লিঙ্কেন বাহরাইনে বিরতি নেন। সেখানে তিনি রাজা হামাদবিন ইসরা আল-খালিফের সঙ্গে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

Advertisement

১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই সম্মেলন। বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, এনজিও ও সিভিল সোসাইটির সদস্যরা এতে অংশ নেবেন।

সিউল হচ্ছে ওয়াশিংটনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৭ হাজার মার্কিন সেনা মোতায়েন করা আছে। পারমাণবিক অস্ত্রধর উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের।

সিউলের রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইওল ওয়াশিংটনের পাশাপাশি জাপানের সঙ্গেও সম্পর্ক জোরদারে আগ্রাহী।

তবে গণতন্ত্র সম্মেলন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কারণ তালিকায় নেই তুরস্ক ও থাইল্যান্ডের মতো অনেক দেশ।

Advertisement

সূত্র: এএফপি

এমএসএম