অফফর্মের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। লিটন দাস ফিরে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারলেন না উইকেটরক্ষক এই ব্যাটার।
Advertisement
সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে আজ (রোববার) মুখোমুখি আবাহনী আর শাইনপুকুর। শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে ১৯ বলে ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়েছেন লিটন।
লিটনের মাথার ওপর দ্রুত রান করার তাড়া ছিল না। শাইনপুকুর মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে। আবাহনীর হয়ে লিটন খেলতে নেমেছিলেন তিন নম্বরে। শুরু থেকেই ধীরগতির ছিলেন। শেষ পর্যন্ত আর ইনিংস বড় করা হয়নি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জোড়া শূন্য করেন লিটন। ফলে তৃতীয় ওয়ানডের দল থেকে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
Advertisement
এমএমআর/