দেশজুড়ে

শেরপুর চেম্বারের নির্বাচন শুক্রবার

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শুক্রবার। নির্বাচনে তিনটি গ্রুপে (ট্রেড, সাধারণ ও সহযোগী) ১৯ পরিচালকের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ট্রেড গ্রুপের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাসুদ ও আলহাজ মো. হায়দার আলী নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে প্যানেল হিসেবে সাবেক সভাপতি মাসুদ-রওশন-হায়দার প্যানেল নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে সহযোগী গ্রুপে তিনজন এবং সাধারণ গ্রুপে তিনজন করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।     চেম্বার নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ গ্রুপের ১২টি পদের বিপরীতে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আসাদুজ্জামান রওশন, বজলুর রহমান, শহিদুল্লাহ শহিদ, অজয় চক্রবর্তী, সারোয়ার হোসেন, তৌহিদুর রহমান পাপ্পু, হাসান মো. কিবরিয়া পিপন, মহিউদ্দিন আহমেদ মামুন, এস.এম. আবু সাঈদ শামীম, বশিরুল ইসলাম সেলু, মনিরউদ্দিন আহম্মেদ মনি, নির্মল কুমার সাহা, মো. সিদ্দিকুর রহমান, বাবুল আহমেদ ও মো. ফরিদ উদ্দিন। সহযোগী গ্রুপের ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থী হলেন, তাপস কুমার সাহা, কানু চন্দ চন্দ্র, রাজন সরকার, খুরশীদ আলম মিঠু, অটলেষ মালাকার, শুভ্র সাহা বাবন, মো. চাঁন মিয়া জোয়াদ্দার ও রফিকুল ইসলাম আরজু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাধারণ ক্যাটাগরিতে নির্মল কুমার সাহা, মো. সিদ্দিকুর রহমান ও বাবুল আহমেদ এবং সহযোগী ক্যাটাগরিতে তাপস কুমার সাহা, চাঁন মিয়া জোয়াদ্দার ও রফিকুল ইসলাম আরজু।    শেরপুর চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড় জানান, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থাপিত ভোটকেন্দ্রে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুরে আধা ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে ২৪ ডিসেম্বর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

Advertisement