সাহিত্য

বঙ্গবন্ধুকে নিবেদিত তিনটি কবিতা

ইমরুল ইউসুফ

Advertisement

যে কাব্যের শিরোনাম স্বাধীনতা

তিনি আসছেনহাতে আলোর মশালসহস্র সিঁড়ি পেরিয়েপা রাখলেন সবুজ দূর্বায়।

মধুমতী নদী থেকে শাঁ শাঁ শব্দেভেসে আসে ভেজা বাতাস— বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণসতেরোই মার্চ মঙ্গলদ্বীপের মতোআলোয় উদ্ভাসিত চারপাশ।

Advertisement

মধুমতী নদীতে ঢেউ তোলে আলোর মিছিল ঢেউয়ের বুননে লেখা হতে থাকে চিরজীবিতএক মহানায়কের কাব্য—মহাকাব্যযে কাব্যের প্রধান চরিত্র জাতির পিতা শেখ মুজিবযে কাব্যের প্রধান বিষয় বাঙালির মুক্তিযে কাব্যের শিরোনাম স্বাধীনতাযে কাব্যের অলংকার লাল সবুজের পতাকা।

****

সাতই মার্চ

সেদিন আলোফোটা ভোরে—শিশির বললো, আজ আমি জলীয়বাষ্প হবো নাপাতা বলল, আজ আমার কোনো প্রয়োজন নেই সালোকসংশ্লেষণেরফুল বলল, আজ আমার প্রগাঢ় রং, স্নিগ্ধ গন্ধ ছড়াবো না বাতাসেপাখি বলল, আজ আমি উড়ে যাবো না কোথাও, কোত্থাও না—ঘাস বলল, আজ আমি সবুজের মতো সুন্দর সেই মানুষটির পায়ের স্পর্শ পাবো ভেবেবারবার শিউরে উঠছে শরীরআকাশ বলল, আজ আমি মেঘ হবো না, ছুটবো না পঙ্খিরাজের মতো দিগ্বিদিকবাতাস বলল, আজ আমার অখণ্ড অবসর, বয়ে যাব না কোনোখানেপোকা-মাকড় কীট-পতঙ্গ বলল, আজ জেগে থাকার দিন, মাটির নিচ থেকে উপরে আসার দিনমাটি বলল, এই যে আমি খাঁটি বাংলার মাটির ওই মানুষটির জন্য অপেক্ষায়ইট, কাঠ, পাথর বলল, আমরা আজ পাহাড়ের মতো অটল সেই মানুষটির কথা শোনার অপেক্ষায়;সাগর, নদী, পাহাড় বলল, আমরাও যাব স্বপ্নের মতো সুন্দর সেই মানুষটিকে দেখতে—

Advertisement

মঞ্চ ঘিরে দাঁড়ালো ভোরের শিশির, পাতা, ফুল, পাখি, ঘাস, আকাশ, বাতাস, কীট-পতঙ্গআরও এসে দাঁড়ালো স্বাধীনতার লড়াইয়ে অকুতোভয় লক্ষ লক্ষ সৈনিকআজ এই রেসকোর্স ময়দানে আসবেন তিনিকেননা আজ সাতই মার্চ।

****

যে পাতাকায় বাংলাদেশ

আজ আমরা পরাধীন নইআজ আমরা অন্ধকারে নইআজ আমরা নিরাশ্রয় নইআজ আমরা অসহায় নইআমাদের আছে স্বতন্ত্র ইতিহাসআছেন একজন মৌলিক বাঙালিযাঁর কণ্ঠে ছিল স্বাধীনতার গানহৃদয়ে বাংলার মানুষমানচিত্রজুড়ে বাঙালির বীরগাথাআর সগর্বে উড্ডীন লাল-সবুজ পতাকা।

যে পতাকা বঙ্গবন্ধুরযে পতাকা বাঙালিরযে পতাকায় বাংলাদেশ।

এসইউ/এমএস