পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকায় ফাইনালে ওঠার জন্য প্লে-অফ পর্বে দুটো সুযোগ পেয়েছিল পেশোয়ার জালমি। কিন্তু দুই ম্যাচের দুটিতেই হেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে বিদায় হয়ে গেলো বাবর আজমদের।
Advertisement
প্লে-অফের কঠিন দুই লড়াই জিতে ফাইনালে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেড। শনিবার রাতে দ্বিতীয় এলিমিনেটরে তারা পেশোয়ারকে হারিয়েছে ৫ উইকেট আর এক ওভার হাতে রেখে। সোমবার ফাইনালে ইসলামাবাদ লড়বে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসের বিপক্ষে।
করাচিতে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে বেশিরভাগ সময় ভালো অবস্থানে ছিল বিদায় নেওয়া পেশোয়ার জালমিই। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল তারা। সায়েম আইয়ুব ৪৪ বলে ৬ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ঝোড়ো ইনিংস।
বাবর আজম ২২ বলে ২৫ আর মোহাম্মদ হারিসের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান। শেষদিকে টম কোহলার-ক্যাডমোর ৯ বলে ১৮ আর আমির জামাল ৯ বলে করেন অপরাজিত ১৭ রান।
Advertisement
নাসিম শাহ ৩০ রানে নেন ৩টি উইকেট। উইকেট না পেলেও দারুণ মিতব্যয়ী ছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে দেন মাত্র ২৩ রান।
জবাবে মার্টিন গাপটিল ২১ বলে ৩৪ করলেও ২১ রানে ৩টি আর ৯১ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে প্রায় ছিটকে পড়ছিল ইসলামাবাদ। সেখান থেকে ইমাদ ওয়াসিম আর হায়দার আলি ৪৯ বলে ৯৮ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ বের করে নিয়ে আসেন।
ফিফটি করেন দুজনই। ইমাদ ৪০ বলে ৯ বাউন্ডারিতে করেন ৫৯ রান। হায়দার আলি ছিলেন আরও বিধ্বংসী। ২৯ বলে হার না মানা ৫২ করা এই ব্যাটার ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।
ব্যাট হাতে দারুণ করার পর বল হাতেও ৩ ওভারে ৩৪ রানে ২ উইকেট পান সায়েম আইয়ুব। কিন্তু দল না জেতায় তার সব চেষ্টাই গেছে বিফলে।
Advertisement
এমএমআর/এমএস