খেলাধুলা

‘আরচারি খেলেই কোটিপতি হয়েছে রোমান সানা’

জাতীয় দল থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে দেশ ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন দেশসেরা আরচার রোমান সানা।

Advertisement

পারফরম্যান্সের অবনতিতে জাতীয় দল থেকে বাদ পড়ার পর আগামীতে আর না খেলার কথা বলে রোমান সানা চিঠি দিয়েছেন ফেডারেশনকে। তারপরই তিনি পদত্যাগের কারণ নিয়ে একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে তিনি অভিযোগ করেছেন, দেশ তাকে কিছুই দেয়নি। যোগ্য সম্মান পেলে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার জাতীয় দলে ফিরবেন।

তবে ফেডারেশনের দাবি, রোমানের জাতীয় দলে ফেরা নির্ভর করছে পারফরম্যান্সের ওপর। কোচ পারফরম্যান্স দেখে জাতীয় দলের খেলোয়াড় বাছাই করেন, কারো মুখ দেখে নয়।

রোমান সানার বিষয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। দিয়েছেন রোমান সানা উত্থাপিত নানা অভিযোগের জবাব। রোমান সানাকে আপনারা কিছুই দেননি এ অভিযোগ নিয়ে কী বলবেন?

Advertisement

চপলের উত্তর, ‘এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। কারণ, আপনারাও জানেন, আরাচরির মতো একটা ফেডারেশন খেলোয়াড়দের কী দিতে পারে। আমাদের 'নুন আন্তে পান্তা ফুরোয়'। তারপরও আমরা চেষ্টা করেছি। কিন্তু রোমান যে কথাগুলো বলেছে সেটা সে প্রত্যাহার করুক, তারপর আমরা দেখবো। কারণ, সে ন্যুনতম শিষ্টাচার বজায় রাখেনি। আমি যখন তাকে ডেকেছিলাম কথা বলতে, তখন তার আসা উচিত ছিল।’

আপনি কবে কোথায় রোমানকে ডেকেছিলেন কথা বলার জন্য? ‘তারিখ মনে নেই। তবে টঙ্গীতে একটা খেলা চলার সময় তাকে ডেকেছিলাম। বলেছিলাম, আমি ওপরে আছি, তুমি আসো। সে আসেনি। আমি পরে শুনলাম সে র্যাংকিংও খেলেনি।’

চপল আরও বলেন, ‘রোমান সানা অভিযোগ করেছেন দেশ তাকে কিছুই দেয়নি। সে তো বাংলাদেশ আনসারের মতো একটা প্রতিষ্ঠানে চাকরি করে। এই চাকরি তাকে কে দিয়েছে? সে আরচারি খেলেছে বলে চাকরি পেয়েছে। আমি বলতে পারি-তাকে আরচার কে বানিয়েছে? সে কি জন্মসূত্রে আরচার? নাকি ফেডারেশন তাকে আরচার বানিয়েছে? আনসারে আমরা তার জন্য সুপারিশ করে পদোন্নতির ব্যবস্থা করেছি।’

অনেকে অভিযোগ করেন, আপনি নাকি রোমান সানাকে দেখতে পারেন না। আপনি অন্য খেলোয়াড়দের পছন্দ করেন। এমন অভিযোগের জবাবে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি কেন তাকে দেখতে পারবো না। আমার কে খেলে এখানে? আমার ছেলে খেলে? আমার মেয়ে খেলে? আমি রোমানকে অনেক আদর করি। কারণ, সে রেজাল্ট দিচ্ছে। তবে এটা ঠিক, আদর ধরে রাখতে হয়।’

Advertisement

রোমান সানা যদি সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরতে চান তাহলে তাকে কী করতে হবে? জবাবে চপল বলেন, ‘তাকে যোগ্যতা অর্জন করে ঢুকতে হবে। আরচারি শৃঙ্খলার বাইরে নয়। আরচারি খেলতে গেলে তাকে স্কোর করতে হবে, ডিসিপ্লিন মানতে হবে। এর কোনো বিকল্প নেই।’

কি সরকার কি দেশ, কোথা থেকেও রোমান কিছু পাননি বলে অভিযোগ করে আসছেন। এ বিষয়ে কি বলবেন? চপলের কথা, ‘ফেডারেশন তার জন্য কী না করেছে! তাকে সর্বশেষ এশিয়ান গেমসে খেলানোর জন্যই আমি জার্মানি গিয়েছিলাম নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করতে। আমি ডেঙ্গু নিয়ে জার্মানি গিয়েছিলাম, শুধু রোমানকে খেলানোর ব্যবস্থা করতে। কিন্তু এশিয়ান গেমসে তাকে নিয়ে আমাদের কোনো লাভ হয়নি। সে মাত্র ৬ স্কোর করেছে। রোমান ৮ স্কোর করলেই আমার ব্রোঞ্জ পেতাম। টিম ইভেন্টে অলিম্পিকে কোয়ালিফাই করতে পারতাম।’

‘আর সে যে বলে আরচারি থেকে কিছুই পায়নি। সেটা তো ঠিক না। সে ৫৫ লাখ টাকা খরচ করে খুলনায় বিল্ডিং দিয়েছে। এটা তো আরচারি খেলেই করেছে। আবার বলে আরচারি কিছুই দেয়নি তাকে। আরচারি খেলে বিভিন্ন জায়গা থেকে অনেক পেয়েছে। আমার ব্যক্তিগত দেওয়াসহ রোমান সানা যা পেয়েছে, তাতে তার কোটি টাকা হয়েছে।’

আপনি একটি গণমাধ্যমে বলেছেন, রোমান সানা মানসিক রোগী। আসলেই কী তিনি মানসিক রোগী? জবাবে কাজী রাজীব উদ্দীন চপল বলেছেন, ‘গত এক দেড়-বছর ধরে তার মানসিক রোগের চিকিৎসা চলছে। তাই আমি বলেছি। আমি তো ভুল বলিনি। আমি ভুল বলবোই বা কেন? আমার কাছে তো প্রমাণ আছে। আমি তো প্রমাণ ছাড়া কথা বলি না।’

আরআই/এমএমআর/জেআইএম