স্বাস্থ্য

বিএমটিএ'র পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ইলিয়াছ, মহাসচিব শামীম

দেশের বিভিন্ন হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের (বিএমটিএ) ১০১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

Advertisement

কমিটিতে মো. ইলিয়াছ হোসেনকে (ইলু) সভাপতি এবং মহাসচিব করা হয়েছে মো. শামীম শাহকে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মলয় বিশ্বাসকে।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্সের (বিএমটিএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে কাউন্সিল গঠন এবং জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।

Advertisement

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিএমএ দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, স্বাচিপ সহ-সভাপতি ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ডা. এএইচ আফজালুল হক রানা, বিএমটিএ'র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খাঁন।

এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সবার উপস্থিতিতে সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুততম সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেন।

এএএম/এসআইটি/এএসএম

Advertisement