আন্তর্জাতিক

শাহবাজের সঙ্গে সালমানের ফোনালাপ, পাকিস্তানকে সমর্থনের আশ্বাস

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। মূলত এ উপলক্ষে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান শাহবাজের সঙ্গে ফোনে কথা বলেছেন।

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মোহাম্মদ বিন সালমান বলেছেন, দুই দেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। এ সময় শাহবাজ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক, গভীর শিকড়যুক্ত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য পাকিস্তান গর্বিত এবং দুই দেশ সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। তিনি পাকিস্তানের প্রতি প্রতিশ্রুতি ও সমর্থনের জন্য সৌদি সরকারের প্রশংসা করেন।

আরও পড়ুন>

Advertisement

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট-স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ উপস্থাপকের টকশো বর্জন করলো ইমরানের দল

প্রধানমন্ত্রী শাহবাজ ক্রাউন প্রিন্সকে পাকিস্তানে একটি সরকারি সফর করার জন্য আমন্ত্রণ জানান।

তিনি এমবিএসকে বলেন, পাকিস্তানের জনগণ তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Advertisement