ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বড় হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (১৫ মার্চ) চালানো এই হামলায় উদ্ধারকর্মীসহ ২০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলাকে জগন্য বলে অভিহিত করেছেন।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা রাস্তায় মরদেহ দেখেছেন। তাছাড়া প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও আহতদের সাহায্য করছেন।
আরও পড়ুন>
ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া: পুতিন পুতিনের কাছে কত পারমাণবিক অস্ত্র আছে?স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসিক ভবন, গ্যাস পাইপ লাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে ২০ জন নিহতের পাশাপাশি ৭৩ জন আহত হয়েছেন।
Advertisement
হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে প্রথম হামলায় তার মায়ের বাড়ির সবকিছু ভেঙ্গে যায়।
তিনি বলেন, অনেক মানুষ আছে সেখানে। রক্ত ও অ্যাম্বুলেন্স ছিল।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বন্দর কেন্দ্রে যে হামলা করেছে তা ডাবল-ট্যাপ স্ট্রাইক নামে পরিচিত, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের ওপর আঘাত হানে।
শহরের কর্মকর্তারা বলেছেন, মস্কো ক্রিমিয়ান উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসাকে লক্ষ্যবস্তু করেছে।
Advertisement
সূত্র: এএফপি
এমএসএম