সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাস চত্বরে আগামী রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এদিন সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করবেন। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হবে।কর্মসূচিতে অংশগ্রহণণের জন্য দূতাবাসের প্রধান কাউন্সিলর মো. মনিরুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত অনুলিপির মাধ্যমে প্রবাসী সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্য থেকে মুজিবনগর দিবস ও এর তাৎপর্যের উপর উন্মুক্ত আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আগত অতিথিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।বিএ
Advertisement