নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানায়, অন্যান্য ক্যাম্পাসে আয়োজিত গণ-ইফতার কর্মসূচির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় পার্থক্য রয়েছে। অন্যান্যদের মতো এখানে কোনো দাবিদাওয়া বা প্রতিবাদের বিষয় নেই। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করার জন্যই এ আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মেয়েদের জন্য পর্দা সহকারে আলাদাভাবে ইফতারের ব্যবস্থা করা হয়।
Advertisement
ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী আনজামুল ইসলাম বলেন, পরস্পর নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমরা আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একসঙ্গে ইফতার করতেছি। আমি মনে করি, শিক্ষার্থীদের প্রতি বছর এরকম আয়োজন করা দরকার।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদ জাগো নিউজকে বলেন, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো ইফতারি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে বড় পরিসরে এরকম আয়োজন করেছে এটা খুবই ভালো। স্কুল বা ডিসিপ্লিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনেকে ইফতারি করে থাকেন। সেখান থেকেই আমরা চিন্তা করেছি সবাই মিলে বড় আকারে একটি ইফতারি করি যেন আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়।
আলমগীর হান্নান/এনআইবি/এএসএম
Advertisement