সৈয়দ ইসমাইল হোসেন জনি
Advertisement
বছর ঘুরে এলো রে মাহে রমজান,শুদ্ধ মনে গাও সবে আল্লাহর গান।ভেদাভেদ ভুলে যাও হে মোমেনগণ,রমজানের কল্যাণে পুণ্যে দাও মন।
তারাবি আদায় করো খাঁটি মন নিয়ে,মহান রব কাউকে দেবে না ফিরিয়ে। সম্পদের জাকাত দিয়ো পূর্ণ নিয়মে,জিকিরের সাথে থাকো প্রতি দমে দমে।
রমজানের আদব রক্ষা করে চলো,পবিত্র জবান থেকে সদা সত্য বলো। পাপ কর্ম ছেড়ে দিয়ে পুণ্য কর্ম করো,পরিপূর্ণভাবে সবে আল্লাহকে ধরো।
Advertisement
এস আই জনি বলে শোনো বন্ধুগণ,যতদিন বেঁচে রবে পুণ্যে দিবে মন। সিয়াম সাধনায় সামিল হও সবে,ইহকালে পরকালে চির সুখী হবে।
ঈমানকে তাজা করো মাহে রমজানে,আল্লাহর এবাদতে মনে শান্তি আনে। রমজানের সম্মানে হও পুণ্যবান,শান্তির পরশ নিয়ে এলো রমজান।
এসইউ/এএসএম
Advertisement