বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটির একটি সূত্র। এছাড়া পদ্মা ব্যাংকও এ বিষয়ে আজ আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।
Advertisement
এক্সিম ব্যাংকের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদ্মা ব্যাংককে আমাদের ব্যাংকের (এক্সিম ব্যাংক) সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
আরও পড়ুন
১২ ব্যাংক অত্যন্ত নাজুক, ইয়েলো জোনে ২৯টি ব্যাংক খাত নিয়ে অস্বস্তিতে সরকার চলতি হিসাবে টাকা নেই পাঁচ ইসলামি ব্যাংকের, লেনদেন বন্ধের ঝুঁকিএকই কথা বলেন পদ্মা ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, ঘটনা সত্য তবে আনুষ্ঠানিক জানানো হবে বিকেলে।
Advertisement
ইএআর/বিএ/জিকেএস