দেশজুড়ে

রাজনীতি ছেড়ে রকস্টার হতে চান মাহি বি চৌধুরী

নিজের জন্মদিনে ফেসবুক লাইভে এসে ক্যারিয়ার পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও সাবেক এমপি মাহি বদরুদ্দোজা চৌধুরী (মাহি বি চৌধুরী)। রাজনীতি ছেড়ে এবার রকস্টার হতে চান তিনি।

Advertisement

বুধবার (১৩ মার্চ) পরিবারের সঙ্গে কেক কেটে ৫৪তম জন্মদিন উদযাপন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক এমপি মাহি বি চৌধুরী। পরে ফেসবুক লাইভে নিজের ইচ্ছার কথা জানান তিনি।

২ মিনিটের লাইভ ভিডিওতে পরিবারের সদস্যরা তার ইচ্ছার কথা জানতে চান। এসময় মাহি বলেন, ‘৫৪তম জন্মদিনে আমি আমার জীবনের লক্ষ্য পরিবর্তন করতে চাই। আই ওয়ানা বি রকস্টার (আমি রকস্টার হতে চাই)।’

এসময় তার ছেলের প্রশ্নে আবারও তিনি বলেন, ‘আই ওয়ানা চেঞ্জ মাই ক্যারিয়ার। আই ওয়ানা বি অ্যা রকস্টার।’

Advertisement

এসময় মাহি বি চৌধুরী বলেন, ‘আপনারা মনে করতে পারেন আমি ঠাট্টা করছি। কিন্তু আমি তা করছি না।

পরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। এসময় তার বাবা সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাহি বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। তার দাদা কফিল উদ্দিন চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের যোগাযোগ আইন ও বনমন্ত্রী। তিন প্রজন্ম ধরে তারা মুন্সিগঞ্জ থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একসময় বিএনপির রাজনীতিতে প্রভাবশালী হলেও ২০০২ সালের ২১ জুন সম্ভাব্য অভিশংসনের মুখে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন বদরুদ্দোজা চৌধুরী।

২০০৪ সালে বিএনপি থেকে পদত্যাগ করে ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে বাবা একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে দল গঠন করেন মাহি। 

Advertisement

 

আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস