রাজনীতি

সাধারণ মানুষ কষ্টে দিন যাপন করছে: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের সাধারণ মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেলসহ বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে এমন সরকার রয়েছে যারা নির্বাচিত নন। তাই জনগণের প্রতি সরকারের কোন দরদ নেই। দেশের মানুষকে গরীব বানিয়ে দিয়েছে সরকার। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। তারপরও জনগণের দল হিসেবে বিএনপি মানুষের পাশে থাকে।

Advertisement

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নগরীর অলংকার মোড়ে রমজান উপলক্ষে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অসহায় হতদরিদ্র মানুষ ও ইমাম মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সমাজের বিত্তশালী ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীদের অসহায় হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদার (শাহরিয়ার জিয়া) সভাপতিত্বে ও সহ-সভাপতি ফজলুল হক সমুনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা নূরুল আকবর কাজল, আলী আজম চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মাঈনু, মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাসাসের শেখ জামিল হোসেন প্রমুখ।

এমডিআইএইচ/এসআইটি/এএসএম

Advertisement