আবারও ঢাকায় এসেছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বুধবার বিকেলে তিনি ঢাকায় আসেন।পাওলি পূবাইলে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিচ্ছেন বৃহস্পতিবার থেকে। শুটিং সেটে আরও রয়েছেন অভিনেতা আহমেদ রুবেলসহ অনেকে। এর আগে গত ১৫ নভেম্বর ঢাকায় এসে টানা পাঁচদিন শুটিংয়ে অংশ নেন পাওলি। এবার চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন।সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণাধীন ‘সত্তা’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন, ডন, শিমুল খানসহ অনেকে।
Advertisement