রাজনীতি

৪৮ ঘণ্টা না যেতেই কো-চেয়ারম্যানের পদ থেকে সেন্টুর পদত‌্যাগ

কমিটি ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরুতেই রওশন নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু।

Advertisement

সোমবার (১১ মার্চ) বিকেলে রওশন এরশাদ বরাবর চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেন।

তবে রওশনপন্থিদের মুখপাত্র সুনীল শুভ রায় জানান, পদত্যাগপত্র রওশন এরশাদ গ্রহণ করেননি।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন।

Advertisement

এর আগে জাপার আরেক অংশের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন সেন্টু। পরে তাকে জাপা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে জাপা মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন। সেন্টু এসময় জিএম কাদেরের ঘুম হারাম করার হুমকি দেন।

বহিষ্কৃত সেন্টু পরে যোগ দেন রওশন এরশাদের জাপায়। এরপর জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কাউন্সিলে সাবেক বিরোধীদলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান, কাজী ফিরোজ রশীদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো-চেয়ারম্যান, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহগির আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন ও সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

Advertisement

রওশনপন্থি জাপা মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর বলেন, উনি কো চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে সেন্টুর বক্তব্য পাওয়া যায়নি।

এসএম/জেডএইচ/এএসএম