একটা টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে একদল করলো ২২৮ রান। বিশাল এই স্কোর গড়েও স্বস্তিতে থাকতে পারলো না তারা। কারণ, বড় স্কোরও যে জয়ের গ্যারান্টি না! শেষ পর্যন্ত হতাশাতেই থাকতে হলো তাদেরকে। কারণ, প্রতিপক্ষ যে ২২৮ রানের এই বিশাল স্কোরও টপকে গেছে!
Advertisement
ঘটনাটি ঘটলো আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপ পর্বের ম্যাচে। টেবিল টপার মুলতান সুলতান্স ২২৮ রান করেও জিততে পারলো না। তাদের বিশাল এই স্কোরকে টপকে গেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানকে তারা হারিয়েছে ৩ উইকেটের ব্যবধানে।
এই জয়ে পিএসএলের লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামাবাদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো মুলতান সুলতান্স। পেশোয়ার জালমিরও ৯ ম্যাচে পয়েন্ট ১১। যদিও রান রেটে পিছিয়ে তারা।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মুলতান সুলতান্স। উসমান খানের ৫০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে মুলতান। ১৫ বাউন্ডার আর ৩ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ৪২ রান করেন জনসন চার্লস।
Advertisement
জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারালেও থমকে যায়নি ইসলামাবাদ। ওপেনার কলিন মুনরো ৪০ বলে ৮৪ এবং অধিনায়ক শাদাব খান ৩১ বলে ৫৪ রান করে দলকে দারুণ এক জয় এনে দেন। শেষ দিকে ইমাদ ওয়াসিম ১৩ বলে ৩০, ফাহিম আশরাফ ১৪ বলে ২৩ রান করে জয়ে অবদান রাখেন।
আইএইচএস/