আন্তর্জাতিক

রমজান সামনে রেখেও থেমে নেই ইসরায়েলের তাণ্ডব

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাস রমজান। আল্লাহর সন্তুষ্টির আশায় এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে সিয়াম সাধনা করেন। কিন্তু এমন একটি মাসকে সামনে রেখেও ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। কারণ রমজান মাসকে সামনে রেখেও গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। আলোর মুখ দেখেনি যুদ্ধবিরতি চুক্তিও।

Advertisement

সব শেষ গাজার নুসিরাত শরণার্থী শিবির ও আল-মাওয়াসি এলাকায় হামলা চালিয়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আরও পড়ুন>

মালয়েশিয়ায় রোজা মঙ্গলবার রমজানে সবচেয়ে বেশি সময় না খেয়ে থাকতে হবে যেখানে

তাছাড়া উত্তর গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে এই সংক্রান্ত রোগে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ হয়েছে।

Advertisement

গত ৭ অক্টোবর থেকে চালানো হামলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।

রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহ গাজার ওপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল ও এর মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ তহবিল পুনরুদ্ধার করেছে কানাডা এবং সুইডেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম