ভ্রমণ

বিবিডব্লিউএফের অ্যাওয়ার্ড পেলেন নাজমুন নাহার

বিবিডব্লিউএফের অ্যাওয়ার্ড পেলেন নাজমুন নাহার

প্রথম বাংলাদেশি হিসেবে ১৬৭ দেশ ভ্রমণের রেকর্ড অর্জন করেছেন নাজমুন নাহার। বিশ্বের বাকি দেশ ভ্রমণের প্রস্তুতি চলছে তার। তাই গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশি উইমেন্স ফোরাম তাকে ‘ইন্সপিরেশনাল উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ দিয়ে সম্মানিত করে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ব্রিজের মেয়র জোৎস্না ইসলাম। এ ছাড়া লন্ডনের বিভিন্ন অঞ্চলের কাউন্সিলর ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে সম্মাননা তুলে দেন ফোরামের প্রেসিডেন্ট অঞ্জনা আলম, সেক্রেটারি লুনা সাবিরা ও সদস্যরা।

বিবিডব্লিউএফের সদস্য আতিয়া বেগম ঝর্ণা বলেন, ‘যে বাবা-মা নাজমুনকে বিশ্ব ভ্রমণের সাহস জুগিয়েছেন, আমি তাদের স্যালুট জানাই। আমাদের স্বপ্নকে যেন পূরণ করেছেন একজন নাজমুন নাহার। তিনি আমাদের সন্তানদের জন্য আইকন।’

আরও পড়ুন

Advertisement

বরফের রাজ্যে চার বন্ধুর রোমাঞ্চ  দুই চাকায় দার্জিলিং থেকে দিঘা ভ্রমণ 

সেক্রেটারি লুনা সাবিরা বলেন, ‘নাজমুন নাহারের পৃথিবী ভ্রমণের স্ট্রাগলগুলো আমাদের উৎসাহিত করে। তিনি খুবই অনুপ্রেরণাদায়ক নারী। তার সাহস এবং মনোবল দেখে অসংখ্য নারীর মনে নতুন স্বপ্ন জাগ্রত হচ্ছে।’

প্রেসিডেন্ট অঞ্জনা আলম বলেন, ‘নাজমুন নাহার বিশ্ব ভ্রমণের যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা যুগ যুগ ধরে নারীকে উৎসাহিত করবে। তিনি কঠিন পথ ডিঙিয়ে লাল সবুজের পতাকা বহন করেছেন পৃথিবীতে। তিনি বাংলাদেশের গর্ব। তাই আমরা তাকে সম্মাননা দিলাম।’

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরজুমান্দ মুন্নি ও মিনহাজ ইসলাম। সবশেষে নাজমুন নাহার তুলে ধরেন বিশ্ব ভ্রমণের স্বপ্ন, সংগ্রাম ও সফলতার গল্প।

এসইউ/জিকেএস

Advertisement