সৌদি আরবে গত এক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ২৩ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে। তাদের বিরুদ্ধে বসবাস, কাজ বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে শনিবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
Advertisement
খবরে বলা হয়েছে, বসবাস আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২ হাজার ৯৫১ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। অবৈধ সীমান্ত পারপারের জন্য গ্রেফতার হয়েছেন ৬ হাজার ৫৯২ জন। আরও ৩ হাজার ৪৯৭ জন গ্রেফতার হয়েছেন শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য।
আরও পড়ুন>>
বাংলাদেশি অভিবাসীদের ৪৯ শতাংশ সৌদি আরবে: বিবিএস ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন ২৯ দেশের নাগরিকরা হজযাত্রীদের জন্য নতুন সুখবর দিলো সৌদি আরবপ্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেফতার ১ হাজার ২৭৫ জনের মধ্যে ৫৫ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।
Advertisement
প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়েছেন ১১২ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নয়জনকে।
আরও পড়ুন>>
সৌদি আরবে খেজুরের দাম কত? এক হাজার নার্স নেবে সৌদি আরব, বেতন দেড় লাখ টাকা জুনের আগে তেল উত্তোলন বাড়াবে না সৌদি-রাশিয়াসৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশে অবৈধভাবে প্রবেশকারীদের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তিও।
এ ধরনের কোনো ঘটনা নজরে এলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।
Advertisement
কেএএ/