পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের বোর্ড বাজার এলাকার কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছে। তাকে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি মোটরসাইকেলে হয়তো বিস্ফোরক কিছু রেখে দেওয়া হয়েছিল। জিও নিউজের এক ফুটেজে দেখা গেছে, রাস্তার মাঝখানে একটি পোড়া মোটরসাইকেল পড়ে আছে। নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছেন।
Advertisement
আরও পড়ুন:
কারাবন্দি ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে: পিটিআই পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেহবাজ শরিফওই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। এটি কী ধরনের বিস্ফোরণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পেশোয়ার পুলিশের প্রধান কাশিফ আব্বাসি জানেয়েছেন, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে, বোমা হামলাকারী নিজেও বিস্ফোরণে নিহত হয়েছেন।
টিটিএন
Advertisement