দেশজুড়ে

মেয়র হলেন নির্বাচনে গিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা মতিন

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন দল থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন। আওয়ামী লীগ-সমর্থিত তিন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে ৯৯৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

Advertisement

শনিবার (৯ মার্চ) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে ফখরুজ্জামান মতিন (নারকেল গাছ) পেয়েছেন আট হাজার ৫৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল (মোবাইল ফোন) পেয়েছেন সাত হাজার ৫৪৩ ভোট।

এছাড়া বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর (জগ) পেয়েছেন সাত হাজার ৪২০ ভোট এবং সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর (রেল ইঞ্জিন) পেয়েছেন এক হাজার ২৬৩ ভোট।

Advertisement

দলীয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সদস্যসচিব ফখরুজ্জামান মতিনকে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক সদস্য পদসহ দলের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করে দলের কেন্দ্রীয় কমিটি। অবশেষে তিনিই মেয়র নির্বাচিত হলেন।

শনিবার পৌরসভার ১২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এখানে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয় এবং ধীরগতিতে ভোটগ্রহণ চলে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই পৌরসভায় ভোট পড়েছে ৬৯ দশমিক ৯২ শতাংশ। মোট ভোটার ছিলেন ৩৫ হাজার ৫১৮ জন।

মো. নাসিম উদ্দিন/ইএ 

Advertisement