খেলাধুলা

অলিম্পিকে কোয়ালিফাই করে দেশে ফিরলেন ঝুমা

এ বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিক গেমসে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করা ঝুমা আক্তার দুবাই থেকে দেশে ফিরেছেন।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ফাজ্জা ইন্টারন্যাশনাল প্যারা আরচারি চ্যাম্পিয়নশিপে (ওয়ার্ল্ড র‌্যাংকিং ও অলিম্পিক কোটা) ব্রোঞ্জ জিতে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন ঝুমা। বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে প্যারিসের টিকিট কাটলেন তিনি। অলিম্পিক গেমসের মাসখানেক পর হবে প্যারা অলিম্পিক।

ফাইনাল কোটা টুর্নামেন্টের কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের ঝুমা আক্তার ১৩৮-১৩৪ স্কোরের ব্যবধানে যুক্তরাস্টের ওয়ালেস তেরেসাকে পরাজিত করেন।

বাংলাদেশ প্যারা আরচারি দল শনিবার ভোরে ইউএস বাংলা এয়ারলাইনসে দেশে ফিরেছে।

Advertisement

আরআই/আইএইচএস/