শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০২৪ পেলেন ৫ গুণিজন। ৯ মার্চ বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়।
Advertisement
পুরস্কারপ্রাপ্তরা হলেন—সংগীতে মুনশী ওয়াদুদ, কবিতায় সুমন সরদার, গবেষণায় মাহমুদ শামসুল হক, কথাসাহিত্যে শেখর ইমতিয়াজ ও শিশুসাহিত্যে মামুন সারওয়ার।
শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন• এনআরবি-পিবিও সাহিত্য-সংস্কৃতি সম্মেলন সম্মাননা পেলেন ২৫ জন• ১০ লেখককে সম্মাননা দিলো অনুপ্রাণন প্রকাশন
Advertisement
২০১০ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে।
এর আগে পুরস্কার পেয়েছেন—আবিদ আনোয়ার, আলী ইমাম, ড. তপন বাগচী, ফারুক নওয়াজ, ড. রকিবুল হাসান, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, প্রশান্ত মৃধা, দীলতাজ রহমান, তুষার কবির, দীলিপ সোম, আবদুর রউফ, আশিক মুস্তাফা, জাহিদ হাসান তাপস, অনিমা মুক্তি গমেজ, আতাউর রহমান, আমজাদ হোসেন, আবেদীন জনি, বীরেন মুখার্জী, স ম শামসুল আলম, মনি হায়দার, আতিকুর রহমান এবং জেড আই সুবেদ প্রমুখ।
এসইউ/জেআইএম
Advertisement