ময়মনসিংহ সিটি নির্বাচনে নির্ধারিত সময় শেষ হলেও ভোটার শেষ না হওয়ায় এখনো ভোটগ্রহণ চলছে।
Advertisement
শনিবার (৯ মার্চ) বিকেল ৪টায় নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের ইউসি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাছির উদ্দিন বলেন, ‘কেন্দ্রে এখনো ভোটার থাকায় ভোটগ্রহণ চলছে। তবে, কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে ভোটার থাকলেও তারা আর ভেতরে ঢুকতে পারবেন না। তবে, কেন্দ্রের ভেতরে যতক্ষণ ভোটার থাকবে, ততক্ষণ ভোটগ্রহণ চলবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, চারটা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভেতরে যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে ততক্ষণ ভোট চলবে।
Advertisement
নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম